Academic Fees
Sr No | Admission Fee | Monthly Tution Fee |
01. | 300000 (Three Lakh Taka Only) | 50000 (Fifty Thousand Taka Only |
অন্যান্য ফি
১। ভর্তি ফরম ও প্রসপ্রেক্টাস বাবদ ৫০০/= (পাঁচশত টাকা মাত্র)।
২। পরীক্ষা ফি (এক বছরের জন ̈ এক কালীন) ২১০০/= (দুই হাজার একশত টাকা মাত্র)।
৩। গ্রুপ ভ্রমণ, মাসিক ভ্রমণ ও পরিচয় পত্র বাবদ ১৫০০/=(এক হাজার পাঁচশত টাকা মাত্র)।
৪। বইয়ের জন ̈ দিতে হবে চাহিদা অনুযায়ী।
৫। বোর্ড পরীক্ষার্থীদের বোর্ড রেজি. খরচ দিতে হবে চাহিদা অনুযায়ী।
ফি পরিশোধের নিয়মাবলী
১। মাসিক প্রদেয় টাকা চলতি মাসের ০৫ তারিখের মধে ̈ পরিশোধ করতে হবে।
২। মাদধারাসা ছুটি বা শিক্ষার্থীর ব ̈৩িগত কারণে হোস্টেলে না থাকলে সে ক্ষেত্রে কোনো ফি মওকুফ করা হয় না।
৩। ভর্তির পর কোনো কারণে ছাত্র মাদধাসা থেকে চলে গেলে বা অভিভাবক একেবারে নিয়ে গেলে ভর্তি সংক্রান্ত কোনো টাকা ফেরত দেওয়া হয় না।
৪। অভিভাবক অর্থনৈতিক চুক্তিনামায় স্বাক্ষর করবেন।
৫। মানি রিসিট ব ̈তিত কোনো লেনদেন করা যাবে না।
৬। ভর্তি ফরম পূরণ হয়ে গেলে এবং ভর্তির রসিদ কাটা হয়ে গেলে কোনো টাকা ফেরত দেওয়া হয় না।
(নসীহত) ফি পরিশোধের নিয়মাবলী
১। মাসিক প্রদেয় ফি চলতি মাসের ০৫ তারিখের মধে ̈ পরিশোধ করতে না পারলে ১০ তারিখের মধে ̈
অবশ ̈ই পরিশোধ করতে হবে।
২। ১০ তারিখের মধে ̈ পরিশোধ করতে না পারলে ১৫ তারিখ পর্যন্ত ১০০ টাকা এবং ২০ তারিখ পর্যন্ত ২০০ টাকা (নসীহত) ফি জমা দিতে হবে।
৩। বেতন ২ মাস বকেয়া থাকলে ভর্তি বাতিল বলে গণ ̈ হবে। পূর্বের বেতনসহ নসীহত ফি জমা দিয়ে
পুনরায় ভর্তি হতে হবে।
৪। সিট থাকলে রি-এডমিশন ফি বাবদ ২০০০ টাকা দিয়ে পুনরায় ভর্তি হতে হবে।
৫। কোনো কারণ ছাড়া অনুপি ̄’ত থাকলে দিন প্রতি ১০০ টাকা নসিহত ফি জমা দিতে হবে।
অভিভাবক যা সরবরাহ করবেন (আবাসিক ছাত্রদের জন্য)
১। জুব্বা ও পায়জামা নেভি-ব্লু রং -২ সেট
২। সাদা জুব্বা -২ সেট
“ প্রয়োজনীয় সবকিছু প্রতিষ্ঠান বহন করবে ”
পূর্ণভর্তি ফি মাধ্যমে প্রতিষ্ঠান যা সরবরাহ করবে
- প্রতিষ্ঠানের পক্ষ থেকে যা যা সরবারাহ করা হবেঃ বই,খাতা,খাট, বিছানা, তোশক, মশারি, লকার ও প্রাথমিক চিকিৎসা খরচ।
বিনোদন সংক্রান্ত
- শিক্ষার্থীদের Mind Fresh করার লক্ষ্যে মাঝে মধ্যে দেশের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভ্রমণের ব্যবস্থা করা হয় । খরচ অভিভাবক বহন করবে। এছাড়াও দুই-একদিন পর পর শরীরচর্চা ও ব্যায়ামের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের পাশেই খোলামেলা স্টেডিয়ামে শিক্ষার্থীদের খেলাধুলার আয়োজন করানো হয়। এছাড়াও প্রতিষ্ঠানের অভ্যান্তরে রয়েছে খোলামেলা ও মনোরম পরিবেশ। শিশুদের বিনোদনের জন্য রয়েছে সুবিশাল Kids Play Zone.
গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট-এর (ভর্তি প্রক্রিয়া)
১। ৫০০ টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
২। ভর্তি ফরমের সাথে ছাত্রদের ৪ কপি এবং অভিভাবকের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
৩। ছাত্রদের প্রত্যয়নপত্র বা ছাড়পত্র,জন্ম নিবন্ধন এবং হেলথ সনদ জমা দিতে হবে।
৪। অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে।
৫। ছাত্রের মূল অভিভাবক ছাড়া ও দুইজন অভিভাবক প্রতিনিধি যারা ছাত্রের সাথে দেখা শুনা ও আনা-নেয়া করবেন তাদের ঠিকানা উল্লেখ পূর্বক ১ কপি ছবি জমা দিতে হবে।
৬। প্রতিষ্ঠানের নির্ধারিত ফি জমা দেওয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।